BDcareer be smart than before
মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মে ২০২৩

এক কথায় প্রকাশ-

এক কথায় প্রকাশ  এ স্বাগতম. . .

সময়: ১০ মিনিট     মান: ১০

বি.দ্র. নিচের তিনটি ঘর

(নিজের নাম, জেলা এবং নিজ ফোন নম্বর)

অবশ্যেই পূরণ করবেন।

নতুবা আপনার প্রশ্নোত্তর জমা হবে না।

Name (SSC অনুসারে ইংরেজিতে):
District:
Phone:
1.‘যা দমন করা যায় না’—

2.‘হনন করার ইচ্ছা'— এক কথায় কী হবে?

3.দেখার ইচ্ছা—এক কথায় কী হবে?

4.‘যা নিবারণ করা যায় না'—এক কথায় কী হবে?

5. যে রােগ নির্ণয়ে হাতড়ে মরে'– এক কথায় কী হবে?

6.‘দুইবার জন্মে যে’—এক কথায় প্রকাশ কোনটি?

7.যে সকল অত্যাচার সয়ে যায়’— এর সংক্ষেপণ কী হবে?

8.‘মৃতের মত অবস্থা যার’—এক কথায় কী বলে?

9. ‘যে রমণী অপরের দ্বারা পালিত’ এক কথায় কী বলে?

10. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’- এক কথায় কী হবে?